ঢাকা : ক্ষমতাসীন সরকারকে দেশ, মানবতার শত্রু ও গণতন্ত্র বিপন্নকারী আখ্যা দিয়ে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, যদি বৃহত্তর ঐক্য তৈরি না হয়, তাহলে এই সরকারের পতন ঘটানো যাবে না।
২ জুন (শুক্রবার) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যু্বদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদল এর যৌথসভা শেষে তিনি এসব কথা বলেন।
দেশ ও জনগনের স্বার্থে বৃহত্তর ঐক্য তৈরি না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মনে করছেন তিনি। সরকার পতনের আন্দোলনে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে যুবদল সভাপতি বলেন, ‘যদি বৃহত্তর ঐক্য তৈরি না হয়, তাহলে এই সরকারের পতন ঘটানো যাবে না।
তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করে মানবতার নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করা হবে।
টুকু বলেন, বিগত দিনে আমরা যে হামলা, মামলা, গুম-খুনের কথা বলে এসেছি এখন পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনের মাধ্যমে সত্য প্রমাণিত হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য সহ একটি বিশেষ বাহিনীর উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছেন তাতে জাতি হিসাবে আমরা লজ্জিত। মানুষের মুখে মুখে ভেসে বেড়াচ্ছ এই নিষেধাজ্ঞা আরও বাড়বে। তাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।
জনগণ জেগে উঠেছে জানিয়ে যুবদল সভাপতি বলেন, এখন এই আন্দোলন শুধু বিএনপির আন্দোলন না। এই আন্দোলন শুধু খালেদা জিয়ার আন্দোলন না। তারেক জিয়ার আন্দোলন না। এটি সমগ্র জনগণের আন্দোলন জনগণের মুক্তির আন্দোলন। জনগণ তাদের গণতন্ত্র ফিরে চায়। তাদের ভোটের অধিকার ফিরে পেতে চায়, বাঁচবার অধিকার ফিরে পেতে চায়।
ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। করুণ পরিণতির হাত থেকে রক্ষা পেতে এটাই একমাত্র পথ। আপনাদের পালিয়ে যাওয়ার সুযোগও জনগণ দিবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দল নেতা এস এম জিলানী, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন প্রমুখ।