চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারাতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আনোয়ারা পিএবি সড়কের ফাজিলহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম মানিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
তবে মনজুর আলম নামের স্থানীয় একজন জানিয়েছেন, নিহতদের একজন মা, অন্য দুইজন তার ছেলে। আহত অন্যজন তার মেয়ে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, অটোরিকশা আর বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক নারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত আবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে।
আহত অবস্থায় তিনজনকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেলে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা। তাদের মধ্যে একজনের নাম মানিক। মানিকের বয়স ১৭ বছর। অন্যজনের নাম জানা যায়নি, তার বয়স আনুমানিক ২৩ বছর। মনজুর আলম নামে স্থানীয় একজন তাদের হাসপাতালে নিয়ে আসেন।
মনজুর আলম বলেন, সিএনজিতে যারা ছিলেন তারা সকলে একই পরিবারের সদস্য। মা, দুই ছেলে ও এক মেয়ে ছিল। তাদের মধ্যে এক ছেলের আজ দাখিল পরীক্ষা শেষ হয়েছে। ঘটনাস্থলেই মা মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর দুই ছেলেকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মেয়েকে গুরুতর আহত অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয়েছে।