আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানীর পূর্বে দেসনিয়ানস্কি শহরে চালানো এ হামলায় ৩ জন নিহত ও বেশকয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা।
কিয়েভের সামরিক প্রশাসন বৃহস্পতিবার (১ জুন) টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেছে, নিহত ৩ জনের মধ্যে ২ জনই শিশু।
দেশটির পার্লামেন্ট সদস্য ইন্না সোভসুন ক্ষেপণাস্ত্র হামলায় শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
ইউক্রেনের সংবাদ পত্রিকা কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছ, বৃহস্পতিবার ভোরে শহরের একাধিক স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো বলেছেন, জরুরি বিভাগের কর্মীরা নিপ্রোভস্কি জেলায় কাজ করছেন- অঞ্চলটি রাজধানীর কেন্দ্রের কাছাকাছি।
টেলিগ্রামের বার্তায় ক্লিৎসকো দাবি করেছেন যে রাশিয়া একটি হাসপাতালে হামলা চালিয়েছে।
ক্লিটসকো টেলিগ্রামে বলেছিলেন যে একটি ক্লিনিকে আঘাত করা হয়েছে।
গত মে মাস থেকে জুনের প্রথম দিন পর্যন্ত এই নিয়ে কিয়েভে ১৮ বার বিমান হামলা চালাল রাশিয়া। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে সাম্প্রতিক হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছিল। কিয়েভের চারপাশে বিমান হামলার সতর্কতা ১ ঘণ্টা ধরে বলবৎ ছিল।
সূত্র : আল জাজিরা