স্পোর্টস ডেস্ক: আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠেয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপার জন্য লড়বে ভারত ও অস্ট্রেলিয়া। অর্থাৎ, সপ্তাহ ঘুরলেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই শুরু। গতবার ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারতে হয় ভারতীয় দলকে। এবার তাই খালি হাতে দেশে ফিরতে রাজি নন রোহিত শর্মারা। যদিও খেতাবি লড়াইয়ের আগে পরিসংখ্যানে চোখ রাখলে অজিদের পাল্লা ভারি দেখাচ্ছে।
কেননা ২০২১-২৩ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়ন সব থেকে বেশি রান সংগ্রহ করা ১০ জন ব্যাটারদের তালিকায় ৪ জন অস্ট্রেলিয়ার। আর সেই তালিকায় নেই ভারতের কেউ। এছাড়া সব থেকে বেশি উইকেট নেওয়া বোলারদের সেরা দশে অবশ্য দুই জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। যাদের মধ্যে একজন আবার চোটের জন্য মাঠের বাইরে। অপরদিকে সেরা ১০ বোলারের তালিকায় রয়েছেন তিনজন অজি তারকা।
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপ মৌসুমে ব্যাটারের সেরা দশে রয়েছে অস্ট্রেলিয়ার উসমান খোয়াজা, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ ও ট্রেভিস হেড। ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করা চেতেশ্বর পূজারা রয়েছেন তালিকার ১৯ নম্বরে। বিরাট কোহলি অবস্থান করছেন ২২ নম্বরে।
২০২১-২৩ টেস্টে চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি রান করা ১০ জন ব্যাটার:-
১. জো রুট (ইংল্যান্ড)- ২২ ম্য়াচে ১৯১৫ রান।
২. উসমান খোয়াজা (অস্ট্রেলিয়া)- ১৬ ম্যাচে ১৬০৮ রান।
৩. বাবর আজম (পাকিস্তান)- ১৪ ম্যাচে ১৫২৭ রান।
৪. মার্নাস ল্যাবুশান (অস্ট্রেলিয়া)- ১৯ ম্যাচে ১৫০৯ রান।
৫. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)- ১৫ ম্যাচে ১২৮৫ রান।
৬. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ১৯ ম্যাচে ১২৫২ রান।
৭. ট্রেভিস হেড (অস্ট্রেলিয়া)- ১৭ ম্যাচে ১২০৮ রান।
৮. দিমুথ করুণারত্নে (শ্রীলঙ্কা)- ১২ ম্যাচে ১০৫৪ রান।
৯. লিটন দাস (বাংলাদেশ)- ১২ ম্যাচে ১০২৪ রান।
১০. ক্রেগ ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)- ১৩ ম্যাচে ৯৯৪ রান।
অন্যদিকে চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে বোলারদের সেরা দশে রয়েছেন অস্ট্রেলিয়ার নাথান লিয়ন, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। সেখানে তালিকায় ভারতের হয়ে আছেন রবিচন্দ্রন অশ্বিন ও চোট পেয়ে মাঠের বাইরে থাকা জসপ্রীত বুমরাহ।
২০২১-২৩ টেস্টে চ্যাম্পিয়নশিপে সব থেকে বেশি উইকেট নেওয়া ১০ জন বোলার:-
১. নাথান লিয়ন (অস্ট্রেলিয়া)- ১৯ ম্যাচে ৮৩টি উইকেট।
২. কাগিসো রাবাদা (দক্ষিণ আফ্রিকা)- ১৩ ম্যাচে ৬৭টি উইকেট।
৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ১৩ ম্যাচে ৬১টি উইকেট।
৪. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ১৫ ম্যাচে ৫৮টি উইকেট।
৫. ওলি রবিনসন (ইংল্যান্ড)- ১৩ ম্যাচে ৫৩টি উইকেট।
৬. প্যাট কামিন্স (অস্ট্রেলিয়া)- ১৫ ম্যাচে ৫৩টি উইকেট।
৭. মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)- ১৬ ম্যাচে ৫১টি উইকেট।
৮. টিম সাউদি (নিউজিল্যান্ড)- ১৩ ম্যাচে ৫০টি উইকেট।
৯. জ্যাক লিচ (ইংল্যান্ড)- ১৬ ম্যাচে ৪৮টি উইকেট।
১০. জসপ্রীত বুমরাহ (ভারত)- ১০ ম্যাচে ৪৫টি উইকেট।