টাঙ্গাইল: জেলার ভূঞাপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম ওরফে টাইগার সেলিমসহ ৪ জনকে কুপিয়ে রক্তাক্ত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩০ মে) রাত ৮টার দিকে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সড়কের ভূঞাপুর পৌরসভার ফসলান্দি মোড়ের ইবরাহীম খাঁ সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রতন তালুকদার, কানন ও বিজয়। গুরুতর আহত সেলিমকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু আঞ্চলিক মহাসড়কের রেললাইন ক্রসিংয়ের পাশে পৌরসভার বীরহাটি এলাকায় ভূঞাপুর লিংরোড বাইপাস উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তার কর্মী-সমর্থক নিয়ে উপস্থিত হন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সেলিম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ফেরার পথে ফসলান্দি মোড় এলাকায় হামলা করে দুর্বৃত্তরা। এসময় সেলিমসহ ৪ জন গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেলিমের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভূঞাপুরে উত্তেজনা বিরাজ করছে। আহত হওয়াকে কেন্দ্র করে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের হামলায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহত হয়েছে বলে জানা গেছে। তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।