ঢাকা: দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে সরকার নানা ধরনের চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুকে পুলিশ তুলে নিয়ে গেলেও তা স্বীকার করছে না বলে অভিযোগ করেন রিজভী। মজনুর খোঁজ দিয়ে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গতকাল রাতে রফিকুল আলম মজনুকে নিজ বাসভবন থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে। কিন্তু তাকে আটকের কথা এখনও পর্যন্ত স্বীকার বা তার কোনো হদিস দিচ্ছে না পুলিশ।
রিজভী বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সবার সামনে থেকে মজনুকে তুলে নিয়ে গেছে। তাকে ডিবি কার্যালয়েই রাখা হয়েছে, কিন্তু তারা এখনও স্বীকার করছে না। এই ঘটনায় মজনুর পরিবার ও বিএনপি নেতাকর্মীরা শঙ্কিত।
মজনুকে গ্রেফতার বা হয়রানি না করতে সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে বলেও দাবি করেন রিজভী। বলেন, এই নির্দেশনাও রয়েছে যেন সুনির্দিষ্ট মামলা ছাড়া পেন্ডিং মামলাতেও তাকে গ্রেফতার দেখানো না হয়।
দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে সরকার নানা ধরনের চক্রান্তে মেতে উঠেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, মজনুকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।