ঢাকা : নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা দিয়ে লাভ হয় না, সেটা প্রমাণিত উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইরানের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে, কোনো লাভ হয়নি, তাদের সরকার পরিবর্তন হয়নি বহাল তবিয়তেই আছে। রবিবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
তিনি বলেন, কিউবার বিরুদ্ধে, মায়ানমারের বিরুদ্ধে অনেক নিষেধাজ্ঞা দিয়েছে কোন লাভ হয়নি। এসময় মন্ত্রী ব্যবসায়িদের সিন্ডিকেট নিয়েও কথা বলেন। তিনি বলেন, অস্বাভাবিকভাবে সিন্ডিকেট করে যারা পণ্যের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
বিএনপি সরকার পতনের এক দফা নিয়ে বরাবরই উচ্চবাচ্য করে মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, তাদের আবার দফা বাড়ে। এ সার্কাস আমরা বহুবছর ধরেই দেখেছি। তিনি আরও বলেন, বিএনপি কাগুজে বাঘে পরিণত হয়েছে, তাদের খালি কলসী বেশি বাজে। বিএনপি আসলে কাগুজে বাঘ ছাড়া কিছুই না।