আপনাদের সময় শেষ, পালানোর পথ খোঁজেন: যুবদল সভাপতি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২০ মে, ২০২৩

ঢাকা : ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারকে উদ্দেশ্য করে জাতীয়তাবাদী যুবদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, আপনাদের এখন সময় শেষ, যাবার পালা। পালানোর পথ খোজেন, কোনদিকে পালাবেন বাংলাদেশ থেকে। তিনি বলেন, এই সরকারের পতন অতি নিকটে ।

শনিবার (২০ মে) বিকেলে রাজধানীর মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, সরকার দলীয় ক্যাডার দিয়ে প্রশাসন সাজিয়েছে। প্রশাসন ও আওয়ামী লীগ এক, চাকরির ক্ষেত্রেও এই অবৈধ সরকার দলীয়করণ করেছে। এই সরকার দলীয় টেষ্ট করছে । দল দেখে চাকরী দিচ্ছে, চাকরী দেওয়ার আগে জিজ্ঞেস করা হয় কোন দল করে আওয়ামীলীগ না বিএনপি। আমরা যারা এই দেশের নাগরিক বিএনপি করি তারা কি এই দেশে ভেসে এসেছি। আমাদের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষনা দিয়ে স্বশরীরে যুদ্ধ করে এইদেশ স্বাধীন করেছিল। আমাদের অধিকার রয়েছে।আজকে মেধাবীরা চাকরী পায়না। বর্তমান সরকারের আমলে মেধার কোন মুল্য নাই । তারা মেধাহীন প্রশাসন সাজাচ্ছে। এভাবে চলতে থাকলে দেশে প্রশাসন ব্যবস্থা ভেঙ্গে পড়বে, ইতিমধ্যে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে।

তারেক রহমানকে খালাস দিয়েছিল একজন বিচারপতি তিনি দেশে থাকতে পারেনাই, তাকে দেশ ছাড়তে হয়েছে। এই অবৈধ সরকার ক্ষমতায় থাকলে দেশ থাকবেনা, স্বাধীনতা থাকবেনা, দেশের মানুষ বাচঁবেনা।

যুবদল সভাপতি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সকলের মধ্যে নাভিশ্বাস উঠেছে। টিসিবির পণ্য কিনতে সমাজের সব শ্রেণির মানুষই এখন লাইনে দাঁড়াচ্ছে। এজন্য সরকারের সিন্ডিকেট দায়ী। মধ্যবিত্ত মানুষ দরিদ্র হয়েছে। আর সরকার দুর্নীতি করছে। দ্রব্য মূল্যের সীমাহীন উর্ধ্বগতি।

তিনি আরও বলেন, যখনই আমরা আন্দোলন করতে যাই, আমাদেরকে নির্যাতন করা হয়, গুম করা হয়, খুন করা হয়। বিনা বিচারে মানুষ প্রাণ হারাচ্ছে। খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট সরকারেরও নির্মম পরিণতি হয়।

বিএনপি এই অবৈধ ক্ষমতা দখলদার, ফ্যাসিস্ট, মানবতাবিরোধী অপরাধে জড়িত অবৈধ সরকারের অবিলম্বে পদত্যাগ চায়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার চায়, সব খুন- গুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিচারের পথকে সুনিশ্চিত করতে চায়।

জনগণ এখন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে সুলতান সালাউদ্দীন আরও বলেন, আপনাদেরকে অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় সেই সরকার জনগণের আকাঙ্খা পূরণে আগ্রহী হবে- এটা ভাবা যায় না। আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে তারা মানুষের সবস্বপ্নকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে।

এসব বাঁচাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে মাঠে নামতে হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েই আমরা রাজপথ ছাড়বো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, এছাড়া আরোও উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা নবীউল্লাহ নবী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহ সভাপতি নুরুল ইসলাম নয়ন, সহ-সভাপতি হারুনুর রশিদ শিশির, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, তথ্য ও গবেষনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-প্রচার সম্পাদক আশরাফুল আলম ফকির লিংকন প্রমুখ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com