ঢাকা : জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, রেপিড একশন ব্যাটেলিয়ন (RAB) এর উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার প্রশ্নে জনপ্রতিনিধিত্বহীন সরকারের অপরিণামদর্শী প্রতিক্রিয়ায় রাষ্ট্র আরো বেশি ঝুঁকিতে পড়বে। নিষেধাজ্ঞা প্রদানের মূল কারণের প্রতিবিধান না করে যুক্তরাষ্ট্র থেকে কোন কিছু ক্রয় না করার সরকারের হুমকি কোনক্রমেই বাস্তব সম্মত নয় কারণ যুক্তরাষ্ট্র বাংলাদেশের রফতানি বাণিজ্যের অন্যতম বৃহৎ অংশীদার।
বাংলাদেশ সরকারের মনোভাবের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ থেকে পণ্য না কেনে তাহলে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ অন্যান্য খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে। উপরন্তু ইউরোপসহ পশ্চিমা বিশ্বে বাজার হারাবার বিরাট ঝুঁকির সৃষ্টি হবে।
দেশের আভ্যন্তরীণ ও ভূ- রাজনীতিতে সরকার আজ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের বক্তৃতা-বিবৃতি প্রতিক্রিয়া কোনটাই কূটনীতিসূলভ নয়।
আজ জেএসডি স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে আ স ম রব এসব কথা বলেন। উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় আরো বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য সচিব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, বীরমুক্তিযোদ্ধা সিরাজ মিয়া, ডাক্তার জবিউল হোসেন, এডভোকেট কে এম জাবের, কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় রাজনৈতিক প্রস্তাব গ্রহণ করা হয়।
অন্য এক প্রস্তাবে, স্বাধীনতার রূপকার, রাজনৈতিক তাত্ত্বিক সিরাজুল আলম খানের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করা হয়।