নিউজ ডেস্ক: বাণিজমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘কাঁচাবাজার আমরা নিয়ন্ত্রণ করি না। বিভিন্ন মন্ত্রণালয় আছে তাঁরা সেটা দেখেন। সবমিলে পরিস্থিতি খারাপ যে তা না। কখনও কখনও কাঁচামালের দাম বাড়ে, আবার কমে। বৃষ্টি হলে শাক-সবজি পরিবহন ব্যবস্থার কারণেও দাম বেড়ে যায়। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে, পেঁয়াজ আর চিনি ছাড়া।’
শুক্রবার (১৯ মে) সকালে রংপুর নগরীর বাসবভনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
রাজধানীর খুচরা বাজারগুলোতে দুই সপ্তাহে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দুই একদিনের মধ্যে পেঁয়াজের দাম না কমলে আমদানি করবে সরকার।’
চিনির বাজারে অস্থিরতা নিয়ে টিপু মুনশি বলেন, ‘চিনির দাম বৈশ্বিকভাবে ওঠানামা করায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। আমরা নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিয়েছি। তারপরও বাজারে সেটার প্রভাব এখনও পরেনি। আমরা চেষ্টা করছি, যে দাম ঠিক করে দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, সে দামটা যাতে অ্যাচিভ করা যায়। ভোক্তা অধিকার মাঠে কাজ করছে। হয় তো আশা করছি, কিছু ইমপ্রুভ করবে।’
মন্ত্রী আরও বলেন, ‘ডলারের দাম বাড়ায় আমদানিকৃত পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি।’