ঢাকা : মঙ্গলবার (১৬ মে) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংবাদ সম্মেলন এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, দায়িত্বহীনভাবে ছয় দেশের কূটনীতিকদের অতিরিক্ত প্রটোকল প্রত্যাহার করেছে সরকার, এতে সংকট সৃষ্টি হবে। এটা বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে। বাংলাদেশের মানুষকে ক্ষতি করবে। এটা সুখকর কিছু বয়ে আনবে না।
তিনি আরও বলেন, বিদেশে গিয়ে উপযুক্ত প্রটোকল না পেয়ে প্রতিশোধ হিসাবে সরকার প্রধান কূটনীতিকদের সুবিধা প্রত্যাহার করেছে। ত্রি-দেশীয় সফরের পর প্রধানমন্ত্রী চিন্তিত হয়ে পড়েছেন।
প্রধানমন্ত্রী বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘সঠিক সিদ্ধান্তে সংসদ থেকে বেরিয়ে এসেছে বিএনপি। দলীয় নয়, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায় বিএনপি।