ঢাকা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা হারানো ভয়ে পশ্চিমা বিশ্বের প্রতি অত্যন্ত বিরক্ত ও রাগান্বিত প্রধানমন্ত্রী, ক্ষমতা হারানোর ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষীকি পালনের কর্মসুচী চুড়ান্ত করতে গুলশান কার্যালয়ে বৈঠক শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন।
উপস্থিত সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রীর তিন দেশ সফর নিয়ে কথা বরেন মির্জা ফখরুল। তিনি বলেন, সরকার নিজেদের স্বার্থে বিদেশীদের ধারনা দিতে চায় বাংলাদেশে তাদের বিকল্প নেই। তিনি বলেন প্রধানমন্ত্রীর তিন দেশ সফরে কোন কিছু অর্জন হয়নি, ফলাফল শুন্য।
তিনি বলেন, গত এক দশকে সরকারের সবচে বড় দুর্নীতির খাত বিদ্যুত। সরকার নিজের লোকদের দিয়ে বিদ্যুৎখাতে দুর্নীতি করিয়ে দায় মুক্তি দিয়ে সংকটের সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এখন বলছে বিদ্যুতের ভর্তুকি ধনীরা পায় গরীবদের কোন কাজে লাগেনা।
বিএনপি মহাসচিব বলেন, দেশের অর্থনৈতিক সংকট উদ্বেগজনক। সামনে আরো কঠিন পরিস্থিতি আসতে পারে।
জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যুবার্ষীকিতে ৩০ মে মাজারে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভাসহ বেশকিছু সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার এ বিষয়ে দলের পক্ষ থেকে ঘোষনা দেয়া হবে বলে জানান দলের মহাসচিব।