স্পোর্টস ডেস্ক : আগামী জুনে তিনটি প্রীতি ফুটবল ম্যাচ খেলবে জার্মানি। ঐ তিন ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ইউক্রেন, পোল্যান্ড ও কলাম্বিয়া।
এরমধ্যে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি হবে জার্মানির এক হাজারতম ম্যাচ । আগামী ১২ জুন নিজেদের মাঠে ইউক্রেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।
১৬ জুন সফরকারী হিসেবে পোল্যান্ডের মুখোমুখি হবে জার্মানরা। ২০ জুন আবারও নিজেদের মাঠে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি।
ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে কোন ম্যাচ এখনও হারেনি জার্মানি। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে উয়েফা নেশন্স লিগে দেখা হয়েছিলো জার্মানি ও ইউক্রেনের। ম্যাচটি ৩-১ গোলে জিতেছিল জার্মানরা।