স্পোর্টস ডেস্ক : চলতি বছর শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির। ধারণা করা হচ্ছে এরপরই প্যারিসে ছাড়বেন আর্জেন্টাইন মহাতারকা। সম্ভাব্য গন্তব্য হিসেবে তিনটি ক্লাবের নাম শোনা যাচ্ছে। তবে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে সাবেক ক্লাব বার্সেলোনাকে নিয়ে। কাতালান ক্লাবটির পক্ষ থেকেও মেসিকে ফেরানোর আভাস মিলছে।
তবে যিনি ক্লাবটিতে যাবেন বলে গুঞ্জন সেই মেসি কিন্তু বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি। তবে এমন প্রশ্নের মুখে তিনি শুধু বলেছেন, আমি জানি না এর পরে কী? আমার ভবিষ্যত কোথায়? আমি কল্পনা করতে, করতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না আমার ভবিষ্যত কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।
তবে মেসির বার্সায় ফেরা নিয়ে মিডিয়ার গুঞ্জনের পালে এবার হাওয়া দিয়েছেন তারই সাবেক ক্লাব সতীর্থ উরুগুইয়ান তারকা ফুটবলার রুইস সুয়ারেজ।
সুয়ারেজের ইনস্টাগ্রামের একটি পোস্টকে কেন্দ্র করে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো বলছে, সুয়ারেজ সে পোস্টের মাধ্যমে বুঝিয়েছে যে মেসি বার্সেলোনায় ফিরছেন।
লুইস সুয়ারেজ নিজের ইনস্টা স্টোরিতে ২০১৬ সালে বার্সেলোনায় থাকাকালে দেপোর্তিভোর বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে নিজের ও মেসির আলিঙ্গন ও জয় উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন ‘ফেরা’।
অবশ্য মেসিকে বার্সায় ফিরিয়ে আনাটা সহজ হবে না ক্লাবটির পক্ষে। তবে তারা ইতোমধ্যে সে প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সম্প্রতি নিজেদের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ‘মার্কা’, যার শিরোনাম ‘দৃষ্টিসীমায় লেভার: মেসি বার্সার কাছাকাছি’।
সে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বার্সেলোনা বোর্ড কিভাবে কোথা থেকে টাকা ম্যানেজ করে মেসিকে পুনরায় বার্সেলোনায় ফিরিয়ে আনবেন।
শুধু তাই নয় পুরনো ক্লাবে মেসির ফেরার গুঞ্জনকে আরও জোরাল করেছে নতুন একটি খবর। বার্সার হাঁড়ির খবর জানিয়ে খ্যাতি পাওয়া সাংবাদিক আদ্রিয়ান সাঞ্চেজ নিজের ইউটিউব চ্যানেল ‘মাস কুউই পেলাতস’-এ দাবি করেছেন, বার্সেলোনায় সন্তানদের পুরনো স্কুলে আবারো তাদেরকে ভর্তির সিদ্ধান্ত নিয়েছেন মেসির পরিবার।