দুই মোটরসাইকেলের সংঘর্ষ, ঈদের দিন প্রাণ গেলো ৩ কিশোরের

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

নেত্রকোনা : জেলার কলমাকান্দা উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার খারনৈ ইউনিয়নের বউ বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার পূর্ব জিগাতলা গ্রামের আবু বকর (১৪), মাসুম মিয়া (১৫) ও একই উপজেলার বামনগাঁও গ্রামের সুমন মিয়া (১৫)।

স্থানীয়রা জানান, ঈদের দিনে বউ বাজার নামক এলাকায় বেপরোয়া গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই কিশোর নিহত হন। পরে আহত এক কিশোর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে পাঁচজন ছিল। মোটরসাইকেল দু’টি দুই ইউনিয়নের।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com