এসার ল্যাপটপে রমজানের ছাড়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বিশ্বে ল্যাপটপ জগতের অন্যতম ব্র্যান্ড এসার পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য মাস জুড়ে ‘এসার রমজান অফার’ ঘোষণা করেছে।

এই অফারে রমজান মাসে গ্রাহকেরা ইউসিসি ডিস্ট্রিবিউটেড এসার ব্র্যান্ডের ল্যাপটপ কিনে জিতে নিতে পারে নিশ্চিত পুরস্কার।

এই অফারে এসার নাইট্রো সিরিজের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরষ্কার হিসেবে রয়েছে ৩০০০ টাকার আড়ংয়ের ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড।

এসার নাইট্রো সিরিজের এএমডি প্রসেসর যুক্ত ল্যাপটপের সঙ্গে রয়েছে ৫০০০ টাকার আড়ংয়ের ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজ বন্ড।

এসার এস্পায়ার সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে ২০০০ টাকার আড়ংয়ের ঈদ গিফট কার্ড অথবা সমপরিমান টাকার প্রাইজড বন্ড। এসার এক্সটেনসা সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসেবে রয়েছে স্বপ্ন সুপারশপের ৫০০ টাকার শপিং ভাউচার।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com