বিনোদন ডেস্ক: গল্পের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরাই একজন অভিনয়শিল্পীর কাজ। নিপুণভাবে এই কাজটি করেন মেহজাবীন চৌধুরী। সদ্য বিদায়ী বছরটিতে বিভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন তিনি। নতুন বছরেও এই ধারা অব্যহত রেখেছেন।
বছরের প্রথম দিনই ভিন্ন এক চরিত্রে হাজির হয়ে দর্শকদের মুগ্ধ করেছেন ছোটপর্দার এই বড় তারকা মেহজাবীন চৌধুরী। দুদিন আগে ‘কাজলের দিনরাত্রি’ নামের একটি নাটক প্রকাশ পেয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। বয়স ২৪ হলেও শিশুসুলভ নানা ছেলেমানুষিতে নাটকটিতে মেতে থাকতে দেখা গেছে তাকে। মেহজাবীন অভিনীত চরিত্রটি কোনোকিছু অপছন্দ হলেই জুড়ে দিয়েছে শিশুসুলভ আচরণ।
এমন একটি চরিত্রে তার অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের । এই মুগ্ধতা সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন তারা। ফেসবুক সয়লাব হয়ে গেছে ‘কাজলের দিনরাত্রি’র ইতিবাচক রিভিউয়ে। আর তার পুরোভাগ জুড়েই শুধু মেহজাবীনের প্রশংসা।
আরএস রায়হান লিখেছেন, “বাংলা নাটকে নিঃসন্দেহে এক অনন্য নির্মাণ ‘কাজলের দিনরাত্রি’। কী সুন্দর গল্প, কী নিপুণ অভিনয়! ২৪ বছর তরুণীর দেহে আটকে আছে ৮ বছরের বাচ্চা। মেহজাবীন আপু, তুমি তোমার সেরাটা দিয়েছ।”
নাজমুল ইসলাম রিফাত লিখেছেন, ‘একদম কান্না করে দিয়েছিলাম। নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে ট্যালেন্টেড অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।’ জসিম উদ্দিন লিখেছেন, “হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অসংখ্য দর্শকপ্রিয় নাটক রয়েছে তার ঝুলিতে। সুনিপুণভাবে ফুটিয়ে তুলছেন বিভিন্ন চরিত্র। তাকে পছন্দ করেন না— এমন দর্শক মেলা ভার। তার অভিনয় দক্ষতা সব সময়ই নজর কেড়েছে। তার অভিনীত ‘কাজলের দিনরাত্রি’ অসাধারণ একটি নাটক।”
ফারহানা মোস্তফা মুনার ছোটবোন একজন বিশেষ শিশু। মেহজাবীনের ‘কাজলের দিনরাত্রি’ তাকে নাড়া দিয়েছে। তিনি লিখেছেন, ‘আমার ছোটবোন মাইশা কাজলের মতোই স্পেশাল চাইল্ড! ওর বয়স ১৩। কাজলের সাথে ওর অনেক কিছুই মেলে! কাজলের পরিবার যেসব সমস্যার সম্মুখীন হয়েছে করেছে, সেগুলোর প্রত্যেকটির সাথে রিলেট করতে পারি! এত সুন্দর করে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য মেহজাবীন ম্যামকে ধন্যবাদ।’
নাটকটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ। মেহজাবীনকে ঘিরেই এগিয়ে গেছে গল্প। এতে তিনি ছাড়া আরও অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, সামিয়া অথৈ প্রমুখ।