তথ্যপ্রযুক্তি ডেস্ক: অধিক মেগাপিক্সেল ও শক্তিশালী র্যামের ফোন টেকনো স্পার্ক ৯টি। এই ফোনটি দামেও সস্তা। আর তাইতো বাজেট সেগমেন্টের ফোন হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।
অ্যাটলান্টিক ব্লু এবং টার্কওয়াইজ সিয়ান- এই দুই রঙে পাওয়া যাবে টেকনো স্পার্ক ৯টি ফোন।
টেকনো স্পার্ক ৮টি ফোনের সাকসেসর মডেল টেকনো স্পার্ক ৯টি। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে।
এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৭ জিবি র্যাম। আর রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের এআই ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর
টেকনো স্পার্ক ৯টি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের একটি ব্যাটারি। সঙ্গে রয়েছে ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর। ফ্রন্ট ক্যামেরায় ডুয়াল ফ্ল্যাশও আছে।
এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। তার সঙ্গে হাইওএস ৭.৬ এবং অ্যানড্রয়েড ১১ সাপোর্ট রয়েছে এই ফোনে।
এমনিতে এই ফোনের প্রসেসরের সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। তবে মেমোরি ফিউশন প্রযুক্তির সাহায্যে ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে ৩ জিবি ব্যবহার করে র্যামের পরিমাণ বাড়িয়ে ৭ জিবি করা সম্ভব।
ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো স্পার্ক ৯টি ফোনে। সেখানে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন সেন্সর। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সের একটি সেন্সর এবং আর একটি এআই সেন্সর। কম আলোতেও যাতে ভাল ছবি তোলা যায় সেইজন্য এই ফোনের ক্যামেরায় রয়েছে সুপার নাইট মোড।
এই ফোন আইপিএক্স২ স্প্ল্যাশ-রেসিসট্যান্ট। ভারতে এই ডিভাইস ১০ হাজার রুপিতে পাওয়া যাচ্ছে।