স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে সেভিয়ায় স্পেন ও পর্তুগালের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্রয়ে হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ম্যাচের শুরুতেই আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। শেষ দিকে এসে বদলি হয়ে নামা হোর্তার গোলে সমতায় ফেরে পর্তুগাল।
ম্যাচের শুরু থেকেই দারুণ সব আক্রমণে খেলা জমিয়ে রাখে স্পেন। এরই ধারবাহিকতায় ২৫তম মিনিটে এগিয়ে যায় দলটি। পাবলে সারাবিয়া থেকে বক্সে বল পেয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মোরাতা। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লুইস এনরিকের শিষ্যরা।
বিরতির পর খেলতে নেমে আগের মতোই আধিপত্য বজায় রাখে স্পেন। অপরদিকে, সমতায় ফিরতে মরিয়া পর্তুগাল উল্লেখযোগ্য কোনো সুযোগই পাচ্ছিল না। মিডফিল্ডর ওতাভিওর বদলি হয়ে মাঠে নেমে ছায়া হয়েই থাকলেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষদিকে এসে চমক দেখান হোর্তা। ৮২তম মিনিটে জোয়ান কানসেলোর ক্রস থেকে বক্সে বল পেয়ে নিচু শটে জাল খুঁজে নেন সাত বছর পর দলে ফেরা এই ফুটবলার।
আগামী রোববার নেশন্স লিগের পরবর্তী ম্যাচে চেক রিপাবলিকের মুখোমুখি হবে স্পেন। ওই দিনে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল।