৭০ হাজার টাকা বেতনে চাকরি করুন আরপিসিএলে

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ময়মনসিংহ ও জামালপুর জেলার মাদারগঞ্জের প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: উপবিভাগীয় প্রকৌশলী। বিভাগ: মেকানিক্যাল। পদসংখ্যা: ১ (ময়মনসিংহ)। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশলে (মেকানিক্যাল) স্নাতক ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

সহকারী প্রকৌশলী পদে ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে দুই বছর বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ৩৫ বছর। বেতন: মাসে ৭০,০০০ টাকা

পদের নাম: সহকারী প্রকৌশলী। বিভাগ: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল। পদসংখ্যা: ৪। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রকৌশলে (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল) স্নাতক ডিগ্রি।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স: ৩০ বছর। বেতন: মাসে ৫২,০০০ টাকা

পদের নাম: সহকারী ব্যবস্থাপক। বিভাগ: হিসাব/অর্থ। পদসংখ্যা: ২। আবেদন যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ/স্নাতকোত্তর (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বয়স: ৩০ বছর। বেতন: মাসে ৫২,০০০ টাকা।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী। বিভাগ: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ সিভিল। পদসংখ্যা: ৪। যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক/মেকানিক্যাল/সিভিল) ডিগ্রি।

শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন: মাসে ৪০,০০০ টাকা। বয়স: ৩০ বছর।

বয়সসীমা : ২ থেকে ৪ নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স ২০২২ সালের ২৭ এপ্রিল ৩০ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি : ১০০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২৭ এপ্রিল ২০২২।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com