বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটা সময় দেশের সিনেমা তারই রাজত্ব ছিলো। মাঝে অভিনয়ে ছিলেন অনিয়মিত। তবে এবার বিরতি ভেঙ্গে ফিরে নতুন উদ্যেমে ব্যস্ত হয়েছেন তিনি। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপনের কাজ করে যাচ্ছেন তিনি।
এবার নতুন পরিচয়ে যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ইলোকট্রোনিক পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন অপু বিশ্বাস। আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) ওয়ালমার্ট নামের এই প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন অপু বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডেল মালা খন্দকার।
চুক্তিবদ্ধ হওয়ার পর অপু বিশ্বাস বলেন, বাংলাদেশের সবার ঘরে ঘরে ওয়ালমার্ট এর পণ্য পৌছে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়েছি। সুলভ মূল্য এ প্রতিষ্ঠানের পণ্য কেনা যাবে। আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্খীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।
এদিকে বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’র শুটিং শেষ করেছেন অপু বিশ্বাস। এ ছবিতে তার নায়ক নিরব। আর ‘প্রেমপ্রীতির বন্ধন’র শুটিং চলমান রয়েছে। এখানে তিনি কাজ করছেন জয় চৌধুরীর বিপরীতে।