ব্যবহারকারীদের জন্য কিছুদিন পরপরই নতুন নতুন পরিষেবা চালু করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। বার্তা আদান-প্রদানের এই প্ল্যাটফর্মটি কেবল ব্যক্তিগত কাজে নয়, এটি এখন ব্যবসা কিংবা অফিস ও প্রাতিষ্ঠানিক কাজেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ব্যবহারকারীদের সুবিধার্ধে এবার নতুন একটি ফিচার নিয়ে এল হোয়াটসঅ্যাপ।
অফিশিয়াল কাজের অনেকই এখন হোয়াটসঅ্যাপে হয়। এ কারণে অনেক সময় হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ে মিটিংয়ের প্রয়োজন হয়। এসব কাজে এখন থেকে কাজে আসবে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার ‘শিডিউল কলিং’। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। এতে কল শুরুতে কোনা ধরনের সমস্যা থাকবে না।
শিডিউল কল ফিচার কোথায় ও কীভাবে পাবেন:
হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারটি ট্যাবের নিচে অবস্থিত। এটি চালু করতে হোয়াটসঅ্যাপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে প্লাস (+) অপশন পাবেন। এবার তাতে ক্লিক করুন। এ সময় শিডিউল করার অপশন দেখতে পাবেন। এই কলে যারা যারা থাকবেন, তারা সবাই নোটিফিকেশন পাবেন। এতে আলাদা করে কাউকে ফোনে বা মেসেজ করে জানানোর প্রয়োজন হবে না। একইসঙ্গে কারও মিটিং মিস করার সম্ভাবনাও থাকবে না।
সূত্র বলছে, জুমের মিটিং শিডিউল ফিচারের মতোই হোয়াটসআপ তাদের এই নতুন পরিষেবাটি সাজিয়েছে। এতে গুগল মিট ও জুমের মতো অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থান জানাল হোয়াটসঅ্যাপ।
নতুন এই ফিচারের ব্যাপারে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, কল ব্যবস্থাপনা সহজ করার জন্য তাদের ইন্টারফেসে পরিবর্তন আনা হয়েছে। সুবিধাটি ব্যবহারকারী তার ব্যক্তিগত ও পেশাগত উভয় কাজেই ব্যবহার করতে পারবেন।