দুর্দান্ত ফিচারের সারফেস ল্যাপটপ আনল মাইক্রোসফট

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০২৪

উইন্ডোজ অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট সারফেস সিরিজের নতুন ল্যাপটপ এনেছে। এই সিরিজে দুইটি নতুন ল্যাপটপ এসেছে। এগুলো হলো সারফেস ল্যাপটপ ৭ এবং সারফেস প্রো ১১। এই দুই ল্যাপটপেই রয়েছে দারুণ হাই-টেক ফিচার্স। গত মাসেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয় মাইক্রোসফট সারফেস সিরিজ।

দুই ল্যাপটপেই পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন এক্স সিরিজ প্রসেসর এবং ইন-বিল্ট কোপাইলট এআই চ্যাটবট। বর্তমানে প্রফেশনাল কাজের জন্য কিংবা কলেজের প্রোজেক্টের জন্য অনেকেরই হাই-এন্ড ল্যাপটপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মাইক্রোসফট সার্ফেস ভালো বিকল্প হতে পারে।

মাইক্রোসফটের নতুন এই ল্যাপটপগুলো কেনা যাবে ১৩ ও ১৫ ইঞ্চি ডিসপ্লে সাইজে।

সারফেস ল্যাপটপের ফিচার্স

মাইক্রোসফট সারফেস প্রো ১১ মডেলে পাবেন ১৩ ইঞ্চি ও ১৫ ইঞ্চি ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এলসিডি এবং ওলিড দুই ধরনের ডিসপ্লেই রয়েছে ল্যাপটপে। এছাড়াও কার্যক্ষমতার জন্য পাবেন কোয়ালকম হেক্সাগন এনপিইউ, এতে মিলবে কাস্টমাইজেবেল হ্যাপটিক টাচপ্যাড এবং ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং।

এই ল্যাপটপে পাবেন মাইক্রোসফট কোপাইলট এআই ফিচার্সও।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com