স্পোর্টস ডেস্ক : শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে শুভমান গিলের প্রেমের গুঞ্জন ডালপালা মেলেছে বেশ। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমেরও নিয়মিত চর্চার বিষয় সারা-শুভমানের প্রেম। তবে এখন পর্যন্ত এ বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খোলেননি তাদের কেউই, দেননি কোনো ইঙ্গিতও।
ভারতীয় দল কিংবা শুভমান গিলের ম্যাচে প্রায়ই দর্শক হিসেবে মাঠে উপস্থিত থাকেন শচীন কন্যা সারা টেন্ডুলকার। গিলের ব্যাটিং এবং ফিল্ডিংয়ের সময় প্রায়ই গ্যালারি থেকে উচ্চারিত হয় তার নাম। বিশ্বকাপের মতো মঞ্চেও তো এর ব্যতিক্রম কিছু না হওয়াটাই স্বাভাবিক। তবে এবার বিরাট কোহলি নিষেধ করলেন দর্শকদের।
বৃহস্পতিবার (২ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। একই শহরে বাড়ি হওয়ায় ম্যাচের দিন মাঠে ছিলেন শচীন টেন্ডুলকার। এসেছিলেন শচীনের মেয়ে সারাও। সারাকে মাঠে পেয়ে দর্শকরাও মাতেন গিল-সারাকে নিয়ে হাস্যরসে।
ভারতের ফিল্ডিংয়ের সময় ওয়াংখেড়ের দর্শক গিলের সঙ্গে মজা করা শুরু করেন। ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লঙ্কানরা ৩.১ ওভারে ৩ রান তুলতেই হারিয়ে বসে ৪ উইকেট। চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথুস যখন পঞ্চম উইকেটে জুটি বেঁধেছিলেন, তখন স্লিপ এলাকায় ফিল্ডিং করছিলেন গিল ও বিরাট কোহলি। গিলকে উদ্দেশ্য করে ‘সারা, সারা’ বলে ডাকতে থাকেন ওয়াংখেড়ের দর্শক।
এসময় শচীনের মেয়ের নাম ধরে গিলকে না ডাকার জন্য দর্শকদের অনুরোধ করেছেন কোহলি। গিলকে তার নাম ধরে ডাকতে বলেন কোহলি। এরপরই গ্যালারি থেকে ‘শুভমান, শুভমান’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ৪ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে গিল-কোহলি শ্রীলঙ্কার ওপর চড়াও হয়ে খেলেছেন। বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির কাছে গিয়েও ৮ রান দূরে থাকতে আউট হন গিল। আর কোহলি আউট হয়েছেন ৮৮ রান করে।