স্পোর্টস ডেস্ক : চলতি টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরই স্পষ্ট হয়ে উঠেছে সেমিফাইনালের সমীকরণ।
গ্রুপ-১ থেকে সেমিতে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গ্রুপ ২ থেকে সেমিতে উঠেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড।
১০ নভেম্বর গ্রুপ-১ এর চ্যাম্পিয়ন অর্থাৎ ইংল্যান্ড সেমিফাইনাল খেলবে গ্রুপ-২ এ দ্বিতীয় অবস্থানে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে।
অপর সেমিতে ১১ নভেম্বর মুখোমুখি হবে গ্রুপ-২ এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১ এর দ্বিতীয় অবস্থানে থাকা অস্ট্রেলিয়া।
সেমিফাইনালের সূচি :
প্রথম সেমিফাইনাল : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১০ নভেম্বর, বুধবার, আবুধাবি, রাত ৮টা)।
দ্বিতীয় সেমিফাইনাল : পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, বৃহস্পতিবার, দুবাই, রাত ৮টা)।