স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বড় জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগাল। ৬ ফুটবলারের গোল পাওয়ার ম্যাচে বড় জয় ছিনিয়ে নিয়েছে পর্তুগিজরা। এদিন ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই লুক্সেমবার্গকে ৯-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।
সোমবার (১১ সেপ্টেম্বর) স্তাডিও আলগার্ভেতে দুটি করে গোল করেছেন গঞ্জালো রামোস, দিয়াগো জোতা ও গঞ্জালো ইনাসিও। একটি করে গোল এসেছে রিকার্ডো হর্টা, ব্রুনো ফার্নান্দেজ, ও জোয়াও ফেলিক্সের পা থেকে। এদিন অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফার্নান্দেজ। তবে ইউরো বাছাইয়ে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে এদিন মাঠে নামেননি দলের সবচেয়ে বড় তারকা রোনালদো।
এদিন ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় পর্তুগাল। ইনাসিওর হেডে করা গোল থেকে লিড পায় ইউরোজয়ী দলটি। এরপর ম্যাচের ৩৩তম মিনিটে রাফায়েল লিয়াওয়ের বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন রামোস।
বিরতির আগেই ৪-০ ব্যবধানের লিড নেয় পর্তুগাল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফার্নান্দেজের ক্রসে হেডে গোল করেন ইনাসিও।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৭তম মিনিটে জোতা এবং ৬৭তম মিনিটে হোর্তা জালের দেখা পান। এরপর একে একে গোল করে করেন জোতা, ফার্নান্দেজ ও ফেলিক্স।
এই জয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করা ছাড়াই ইউরো ২০২৪–এর বাছাইপর্বে অপরাজিতই থাকল পর্তুগিজরা। পরের ম্যাচে রোনালদোর দলের প্রতিপক্ষ স্লোভাকিয়া; এই ম্যাচে জয় পেলেই আগামী ইউরোতে খেলা নিশ্চিত সাবেক চ্যাম্পিয়নদের।
ছয় ম্যাচের সবগুলোতে জয় নিয়ে জে গ্রুপে শীর্ষে রয়েছে পর্তুগিজরা। সমান ম্যাচে চার জয়ে ১২ পয়েন্টে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। অন্যদিকে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে লুক্সেমবার্গ।