স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এক স্মরণীয় ম্যাচ হয়ে থাকলো আর্সেনালের নিজের মাঠে। রুদ্ধশ্বাস এক জয়ে ভাসছে আর্সেনাল। প্রিমিয়ার লিগের ৪র্থ রাউন্ডের খেলায় মুখোমুখি হয় আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড। অতিরিক্ত সময়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মিকেল আর্তেতার শিষ্যরা।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটের লড়াই ১-১ গোলে সমতা ছিলো দ’দলের মধ্যে। তবে অতিরিক্ত সময়ে ডেকলান রাইস ও গেব্রিয়েল জেসুস গোল করে আর্সেনালের জয় নিশ্চিত করেন।
রোববার (৩ সেপ্টেম্বর) এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত হাইভোল্টেজ ম্যাচে ম্যানইউকে ৩-১ গোলে হারিয়ে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে স্বাগতিক আর্সেনাল।
নিজের ঘরের মাঠে নিয়ম মেনে সিংহভাগ বলের দখল রেখেই ম্যাচ শুরু করে আর্সেনাল। তবে ম্যাচের ১৪ মিনিটে ডি-বক্সের সামনে থেকে হ্যাভার্জ শট নিতে ব্যর্থ না হলে এগিয়ে যেতে পারত স্বাগতিকরা। কিন্তু আর্সেনালের ভালো শুরুকে পণ্ড করে প্রথম আক্রমণ থেকেই গোল আদায় করে নেয় ম্যানইউ।
এরপর ২৭ মিনিটে এরিকসেনের পাস থেকে রেড ডেভিলসদের এগিয়ে দেন ইংলিশ তারকা ফরোয়ার্ড রাশফোর্ড। তবে গোলের ২ মিনিটের মধ্যে সমতায় ফেরে আর্সেনাল। অধিনায়ক মার্টিন ওডেগার্ড স্কোরশিটে নাম তোলেন।
শেষ সময়ে ৮৮ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে আসে ইউনাইটেড। রেড ডেভিলসদের নতুন সাইনিং রাসমাস হুইলুন্দ ও ক্যাসেমিরোর মাধ্যমে বল পায় আর্জেন্টাইন স্ট্রাইকার গারনাচো। বল জালে জড়াতে ভুল করেননি ম্যানইউ তারকা। কিন্তু বির্তকিত এক সিদ্ধান্তে রেফারি অফসাইডের কারণে বাতিল করে দেন গোলটি।
৯০ মিনিট পার হলে ইংলিশ রেফারি অ্যান্থনি টেইলর অতিরিক্ত ৮ মিনিট সময় দেন। ৯৬ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে ম্যানইউ গোলকিপার ওনানাকে পরাস্ত করে আর্সেনালকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার রাইস। অতিরিক্ত ১১ মিনিটের সময় ইউনাইটেডের জালে বল জড়ান ব্রাজিলিয়ান স্ট্রাইকার গেব্রিয়েল জেসুস।