বিনোদন ডেস্ক : নাচতে বাধ্য করা হয়েছে বলিউডের বিউটি কুইন আনুশকাকে! হ্যাঁ, এ কথা নিজেই জানিয়েছেন আনুশকা। সেই সঙ্গে শেয়ার করেছেন একটি মনমাতানো নাচের ভিডিও।
সেই ভিডিওতে র্যাপার বাদশার নতুন গান ‘জুগনু’র তালে তালে নাচতে দেখা গেছে অভিনেত্রী আনুশকা শর্মাকে। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করতে না করতেই ভাইরাল।
কিন্তু কে তাকে নাচতে বাধ্য করল? সেই উত্তরও দিয়েছেন আনুশকা। সামাজিক মাধ্যমে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘জুগনু আমাকে নাচতে বাধ্য করল।’
ভিডিওতে ডেনিম জিনস পরা আনুশকা গানের তালে তালে কোমর দুলিয়ে নেচে মন জয় করেছেন ভক্তদের। কমেন্টে অনুরাগীরা ভরিয়ে দিয়েছে ভালোবাসায়। তার নাচের প্রশংসা অব্যাহত রয়েছে।