কৌশানি অভিনয় পারে না, সমালোচকদের কড়া জবাব নায়িকার

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৬ আগস্ট, ২০২৩

বিনোদন ডেস্ক: টলিউডের জনপ্রিয় নায়িকা কৌশানি মুখার্জী। কোনো তারকার সন্তান না হওয়ার পরও তিনি একটু একটু করে নিজের জায়গা শক্ত করেছেন।

তবে এরপরও অভিনয় নিয়ে সমালোচনার মুখে পড়তে হয় কৌশানিকে। অনেকে বলে থাকেন, তিনি জনপ্রিয় হলেও এখন পর্যন্ত অভিনয় ভালো করতে পারছেন না। কেবল সৌন্দর্যের জোরেই টিকে আছেন।

এসব কথা কৌশানির কানে পৌঁছেছে। এতদিন এটা নিয়ে কিছু না বললেও, এবার মুখ খুললেন। কড়া ভাষায় জানালেন প্রতিক্রিয়া।

ভারতীয় গণমাধ্যমকে কৌশানি বলেন, ‘আমি সুপারহনেস্ট। আমার মনে হয় না ইন্ডাস্ট্রিতে আমার থেকে সৎ কেউ আছে! খারাপ লাগে, যখন এইসব তকমা আসে। দুর্ভাগ্যজনক এই যে, বাংলা ইন্ডাস্ট্রিতে এখনও এই ব্যাপারটা রয়েছে— ও যদি কমার্শিয়াল ছবি করে, তবে ওকে এই রকমেরই চরিত্রই দিতে হবে। তুমি যদি সুযোগ না দাও, বিশ্বাস না করো, তাহলে কীভাবে আমায় জাজ করছ তুমি?’

তিনি আরও বলেন, ‘যারা বলে কৌশানি অভিনয় পারে না সেইসব পরিচালকের কাছে পাল্টা বলতে চাই, তোমরা কৌশানিকে সুযোগ দাওনি অভিনয়ের জন্য। সুযোগ না দিলে তুমি বলার কেউ নয় যে, আমি অভিনয় পারি না। আর যদিও সেটা বলো, তাহলে তুমিও পরিচালনা করতে পার কি না সেটাও সন্দেহের।’

রাজ চক্রবর্তীর সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিনয় শুরু কৌশানির। এরপর একাধিক সিনেমায় নিজেকে মেলে ধরেছেন কৌশানি। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে তার অভিনীত ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজ।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com