বিনোদন ডেস্ক : ফের বিস্ফোরক বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। আবারও তার অভিযোগের নিশানায় রয়েছেন বলিউডের তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। তবে তাদের নাম প্রকাশ না করেই দুই সহকর্মীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক করা, জালি বাল্ক টিকিট কেনা, বক্স অফিস কালেকশনে কারচুপিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ এনেছেন কঙ্গনা। তাই মুম্বাই পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। এমনকি এ স্ক্যামের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।
রোববার (৩০ জুলাই) সকালে একাধিক ইনস্টাগ্রামের স্টোরিতে কঙ্গনা জানান, এক অনুরাগী তাকে একটি স্ক্যামের কথা জানিয়েছিলেন, কেউ তার নাম ব্যবহার করে অ্যাকাউন্ট হ্যাক করেছেন। যেখানে হ্যাকার নিজেকে কঙ্গনা রানাউতের অনলাইন ম্যানেজার বলে দাবি করেন।
তিনি জানান, এ ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং এর পিছনে যারা রয়েছেন তারা চলচ্চিত্র মাফিয়ার অংশ। এমনকি সিনেমার দুনিয়ায় তিনি তার দুই সহকর্মীর বিষয়েও বেশ কিছু চাঞ্চল্যকর দাবি করেন, তবে সেখানে তাদের নাম প্রকাশ করেননি কঙ্গনা।
কঙ্গনা আরও একটি পোস্টে ফের নাম প্রকাশ না করে কটাক্ষ করেন রণবীর কাপুর ও আলিয়ার সম্পর্ক নিয়ে। তিনি লিখেন, অন্য এক সুপারস্টারের সঙ্গেও তার সম্পর্ক ছিল। নায়িকা বলেন, তিনি তার বাড়িতে এসে হাজির হন এবং তাকে ডেট করার জন্য অনুরোধ করেন। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। এরপর তিনি তার ডিভাইস হ্যাক করে তার বিয়ে ও সন্তান সম্পর্কে মিথ্যাচারের অভিযোগ আনেন। ওই সুপারস্টারের দাবি- তিনি নাকি তিনটি সিনেমার জন্য বিয়ে করেন ও সিনেমার প্রচারের কারণেই বাচ্চার জন্ম দেন।
এসব অভিযোগের পরেই কঙ্গনা মুম্বাই পুলিশের সাইবার ক্রাইমের কাছে আর্জি জানান। যেন দ্রুত এ স্ক্যামের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেন। তবে এ প্রথম নয়, এর আগেও তার অ্যাকাউন্ট হ্যাক প্রসঙ্গে অভিযোগ আনেন।
সম্প্রতি কঙ্গনার নতুন একটি খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ঘটনাটি একেবারেই সত্যি নয়, ফেক এ নিউজটি ছড়িয়ে পড়ায় বিরক্ত হয়ে পড়েন তিনি। এরপরই নেটদুনিয়ায় নাম প্রকাশ না করেই তার অভিযোগের তীর ওঠে রণবীর ও আলিয়ার বিরুদ্ধে।
তিনি দাবি করেন, এ তারকা দম্পতিই নাকি তার নামে এ মিথ্যে খবর ছড়িয়েছেন। পাশাপাশি তার দাবি তারকা স্বামী নাকি বারবার ফোন করে কঙ্গনার সঙ্গে দেখা করতেও চেয়েছেন।
এ প্রসঙ্গে কঙ্গনা লেখেন, যখনই আমি কোনো সিনেমার ঘোষণা করতে চাই, তখনই আমাকে অপমান করতে আগেই সব সাংবাদিকদের কাছে মেইল চলে যায়। তাই আমি চাঙ্গু মাঙ্গুকে বলতে চাই- তোমাদের কি খুব জ্বলছে? সব পেপারে কী করে একই হেডলাইন আসে? কারণ এটা বাল্ক মাস মেইল। ডিয়ার চাঙ্গু মাঙ্গু, যদি তোমরা খুবই আহত হও, তাহলে সৃষ্টিকর্তা তোমাদের আত্মাকে শান্তি দেক।