টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ-২০২৩। আসছে অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হবে জমজমাট এ টুর্নামেন্ট। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগেই ব্যাট-বলের এ খেলার সংক্ষিপ্ত ফরম্যাটের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসরের দিনক্ষণও প্রকাশিত হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে। আগামী ২০২৪ সালে মাঠে গড়াবে ক্রিকেটের উত্তেজনাপূর্ণ এ টুর্নামেন্ট। আর ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিনফোর এক প্রতিবেদনে জানা গিয়েছে, কবে নাগাদ শুরু হতে পারে জমজমাট এ আয়োজন।

ক্রিকিনফোর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের জুন মাসে শুরু হবে ক্রিকেটের বৈশ্বিক এ আসর। জুনের ৪ তারিখে শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে খেলা। আর টুর্নামেন্ট আয়োজনে যুক্তরাষ্ট্রের প্রস্তুতি অবলোকন করতে এ সপ্তাহেই আইসিসির একটি প্রতিনিধি দল দেশটিতে গিয়েছিল বলেও জানা গেছে।

আইসিসির প্রতিনিধি দল আমেরিকায় গিয়ে টুর্নামেন্টের খেলা হবে এমন সম্ভাব্য ভেন্যুগুলো পর্যালোচনা করেছে বলে জানিয়েছে ক্রিকিনফোর প্রতিবেদন। এসব ভেন্যুর মধ্যে রয়েছে ফ্লোরিডার লডারহিল, যেটি ইতিমধ্যেই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। এছাড়া মরসভিল, ডালাস এবং নিউ ইয়র্কের মাঠেও খেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

মরসভিল এবং ডালাসের ভেন্যগুলোতে ইতিমধ্যেই মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী আসরের খেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে টুর্নামেন্ট আয়োজনের জন্য স্টেডিয়ামগুলোকে অবশ্যই আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পেতে হবে যা এখনো পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশটির কয়েকটি ভেন্যু।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের গত দুইটি আসরের তুলনায় আসন্ন আসরটি আয়োজিত হবে ভিন্ন নিয়মে। এবারই প্রথম ২০ দলের অংশগ্রহণে মাঠে গড়াবে টুর্নামেন্ট। চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। গ্রুপ পর্বের নিজেদের মধ্যে খেলা শেষে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। এ পর্বেও দুই গ্রুপে ভাগ হয়ে খেলা শেষে শীর্ষ চার দল যাবে সেমি ফাইনালে। আইসিসির ২০২৪-৩১ বাণিজ্যিক চক্রে সংক্ষিপ্ত ফরম্যাটের এ বিশ্বকাপই হবে প্রথম বৈশ্বিক আসর।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com