ফুচকা বিক্রেতা থেকে অভিষেকেই রেকর্ডবুকে জয়সোয়াল

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩

স্পোর্টস ডেস্ক: টেস্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া হবার পর এই প্রথম মাঠে নেমেছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলছে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এতে অভিষেক হয়েছে আইপিএলে ব্যাট হাতে আলো ছড়ানো যশ্বসী জয়সোয়ালের। আর সাদা পোশাকে দেশের হয়ে সুযোগ পেয়েই কিংবদন্তীদের ছাড়িয়ে গিয়েছেন কঠোর সংগ্রাম করে ওঠে আসা এই ক্রিকেটার।

ক্রিকেটে জয়সোয়ালের উত্থান সহজ ছিল না কখনোই। ক্রিকেটার হবার তীব্র বাসনা নিয়ে মুম্বাই পাড়ি জমালেও হাঁটতে হয়েছে বন্ধুর পথ। ফার্মে কাজ করে, স্টেডিয়ামে খোলা আকাশের নিচে বদ্ধ তাবুতে রাত্রি যাপন করে চালাতে হয়েছে অনুশীলন। এমনকি জীবিকা নির্বাহের জন্য ফুচকা বিক্রিও করেছেন একসময়।

তবে কঠোর সে সংগ্রাম আলোকবর্তিকা হয়ে এসেছে তাঁর জীবনে। আইপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে রোহিত শর্মা-ভিরাট কোহলিদের সান্নিধ্যে। আর নিজের টেস্টের মত ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে নিজের অভিষেকেই পেয়েছেন শত রানের দেখাও।

প্রথম দিনে ক্যারিবিয়রা অল আউট হবার পর ব্যাট হাতে ভারতের হয়ে রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করেন জয়সোয়াল। সেদিন ৪০ রানে অপরাজিত থাকার পর গতকাল সারাদিনও টিকে ছিলেন, দুর্দান্ত এক সেঞ্চুরির পর ১৪৩ রানে অপরাজিত আছেন তিনি। আজ তৃতীয় দিনে তাকে সঙ্গে নিয়ে ব্যাটিংয়ে নামবেন কোহলি।

এর আগে ওপেনিংয়ে অধিনায়ক রোহিতের সঙ্গে ২২৯ রানের জুটি গড়ে বেশ কয়েকটি রেকর্ডে নাম লিখিয়েছেন জয়সোয়াল। বিদেশের মাটিতে ভারতের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার এখন জয়সোয়াল। আর বিদেশের মাটিতে অভিষেক টেস্টে সর্বোচ্চ রানের ইনিংসটি এতদিন ছিল সৌরভ গাঙ্গুলির। লর্ডসে তিনি করেছিলেন ১৩১ রান। আর ১৪৩ রান করে অপরাজিত থেকে সাবেক এই অধিনায়ককেও টপকে গেছেন জয়সোয়াল।

এছাড়াও এমন রেকর্ডের দিনে আরেক কিংবদন্তী মোহাম্মদ আজহার উদ্দিনকেও ছাড়িয়ে গেছেন তিনি।

১৯৮৪ সালে আজহার অভিষেক টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ৩২২ বল, করেছিলেন ১১অ রান। আর তাকে ছাড়িয়ে নিজের অভিষেকে এখনো পর্যন্ত ৩৫০ বল খেলে অপরাজিত আছেন জয়সোয়াল। ফলে অভিষেকে ভারতের হয়ে সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডটি এখন জয়সোয়ালের। এছাড়াও রোহিতের সঙ্গে রোহিতের সঙ্গে ২২৯ রানের জুটি এখন এশিয়ার বাইরে ভারতের হয়ে রানের হিসেবে সর্বোচ্চ। এছাড়া উদ্বোধনী জুটিতে এই প্রথম লিডের দেখাও পেয়েছে ভারত।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com