ফার্নান্দেজের জোড়া গোলে পতুর্গালের জয়

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে টানা তৃতীয় ম্যাচে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। তবে বড় জয় পেলেও রোনালদো-ফার্নান্দেজরা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি। যদিও বসনিয়ার বিপক্ষে ৩-০ ব্যবধানে বড় জয়ের দিনে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ।

শনিবার (১৭ জুন) দিবাগত রাতে রাজধানী লিসবনে বসনিয়াকে আতিথ্য দিয়েছিল পর্তুগাল। এতে স্বাগতিকরা অনায়াসে জয় পেয়েছে। এ নিয়ে এবারের বাছাইয়ে এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি পর্তুগাল। তিন ম্যাচে তাদের গোল ১৩টি। ফলে ৯ পয়েন্ট নিয়ে পতুর্গিজরা ‘জে’ গ্রুপের শীর্ষে।

এদিন ২০ মিনিটের এলোমেলো ফুটবলের পর আচমকা গোল খেতে বসেছিল স্বাগতিকরা। ডান দিক থেকে দূরের পোস্টে বিপজ্জনক ক্রস বাড়ান বসনিয়ার ডিফেন্ডার আদ্রিয়ান বারিসিচ, ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাওয়া বল শেষ মুহূর্তে কোনোমতে ফেরান গোলরক্ষক দিয়েগো কস্তা। ২৪তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো ক্রসে হেড দিয়ে জালে বল পাঠান রোনালদো। তবে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা পরিষ্কার অফসাইডে ছিলেন।

এরপর রোনালদো ও জোয়াও ফেলিক্সের সমন্বয়ে স্বাগতিকরা ৩৬তম মিনিটে ভালো একটি আক্রমণ শাণায়। ডি-বক্সে তারকা সতীর্থের ব্যাকহিলে বল পেয়ে জোরাল শট নেন তরুণ ফেলিক্স, তবে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ফেরান বসনিয়ান গোলরক্ষক। অবশ্য ক্রসবার ঘেঁষে বল হয়তো বাইরেই যেত। পর্তুগালের লিড পাওয়া প্রথম গোলটি আসে ৪৪তম মিনিটে। মাঝমাঠে রোনালদো দুজনের কড়া চ্যালেঞ্জ সামলে খুঁজে নেন ফার্নান্দেজকে। সেখান থেকে তিনি থ্রু বল বাড়ান বার্নার্দো সিলভাকে। অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবলজয়ী মিডফিল্ডার দারুণ চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা একইভাবে আক্রমণ শাণায় দ্বিতীয়ার্ধেও। তবে তারা গোলের সুযোগ তৈরি করতে পারছিল না। দলের ব্যবধান বাড়ানো দ্বিতীয় গোলটি করেন ফার্নান্দেজ। ৭৭তম মিনিটে রুবেন নেভেসের ক্রসে বক্সে লাফিয়ে হেডে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বল জালে পাঠান। ৮৯তম মিনিটে জোরালো শটে দিয়েগো কস্তার পরীক্ষা নেন বসনিয়ার সাইদ হামুলিচ। দারুণ নৈপুণ্যে সেটি তিনি ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন।

স্বাগতিকদের দ্বিতীয় গোলে বসনিয়ার ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়। তবে যোগ করা মিনিটে আরেকটি গোল পান ফার্নান্দেজ। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে তার জোরালো শটে ব্যবধান তিনে গিয়ে দাঁড়ায়।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com