ভারতের গড়তে হবে রেকর্ড, অজিদের চাই ৭ উইকেট

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১১ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের শিরোপা নির্ধারণী দিন আজ। শিরোপার লড়াইয়ে টিকে আছে দুই দলই তবে অজিদের দিকেই পাল্লা একটু ভারী। কেননা, জয়ের জন্য ভারতের সামনে ৪৪৪ রানের বিশাল এক লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে রোহিত শর্মার দলের জন্য আশার আলো হয়ে এখনো টিকে আছেন ভিরাট কোহলি-অজিঙ্কা রাহানে জুটি। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৬৪ রান তুলেছে ভারত, জয়ের জন্য শেষ দিনে দরকার ২৮০ রান।

ওভালে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে চতুর্থ দিনের শুরু করে অস্ট্রেলিয়া। প্রায় দুই সেশনে আরও ৪ উইকেট হারিয়ে ২৭০ রানে ইনিংস ঘোষণা করে তারা। তাতেই ভারতের সামনে পাহাড় সমান এক লক্ষ্য সৃষ্টি হয় যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অজি উইকেট কিপার ব্যাটার এলেক্স ক্যারি, ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। ৪১ রান করে আসে মার্নাস লাবুশেন ও মিচেল স্টার্কের ব্যাট থেকেওও। সর্বোচ্চ তিনিটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

এদিকে, ৪৪৪ রানের এ লক্ষ্য পেরোতে হলে রোহিত কোহলিদের গড়তে হবে এক বিশ্বরেকর্ড। টেস্টে এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই আর একটিও। সবশেষ ২০০৩ সালে এন্টিগায় অস্ট্রেলিয়ার দেয়া ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জয় তুলে নিয়েছিল তারা। এমনকি, দ্যা ওভালেও সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটিও ১২১ বছরের পুরনো। ইংল্যান্ড ১ উইকেটের জয় পেয়েছিল ১৯০২ সালে অস্ট্রেলিয়ার দেয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। এবারও কি সে অজিদের বিপক্ষেই আরও একটি রেকর্ড গড়তে পারবে ভারত?

ভারতের হয়ে রেকর্ড গড়ার স্বপ্নে এখনো ক্রিজে আছেন কোহলি-রাহানে জুটি। রান তাড়া করায় কোহলির আবার আছে বিশেষ খ্যাতি। ৭ বাউন্ডারিতে ৬০ বলে ৪৪ রানের দারুণ এক ইনিংস খেলে এখনো টিকে আছেন কোহলি। সঙ্গে আছেন আগের ইনিংসে ভারতকে ফলো-অন থেকে বাচানো অজিঙ্কা রাহানে।

অজিদের দেয়া পাহাড়সম টার্গেটের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেন দুই ওপেনার। কিন্তু দলীয় ৪১ রানে স্লিপে থাকা ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন গিল। গ্রিনের সে ক্যাচ নিয়ে বিতর্ক চলছে এখনো। এরপর নাথান লায়নের বলে এলবিডব্লিওর ফাঁদে পড়ে ৪৩ রানে ফিরে যেতে হয় রোহিতকেও। চেতেশ্বর পূজারাকেও এদিন ফিরতে হয়েছে মাত্র ২৭ রান করেই।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com