২৩ সদসস্যের দল ঘোষণা করল বাংলাদেশ

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুন, ২০২৩

স্পোর্টস ডেস্ক: এ মাসেই ভারতের বেঙ্গালুরুতে হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো লাল-সবুজ দলে জায়গা করে নিয়েছেন শেখ মোরছালিন, আলমগীর ও রফিকুল ইসলাম।

দলের হয়ে চলতি মৌসুমে সবচেয়ে বেশি গোল ছিল এলিটা কিংসলের। আবাহনী লিমিটিডের হয়ে এবার ৯ গোল করেছেন তিনি। তাকে ছাড়াই সাফ চ্যাম্পিয়নশিপের দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

গত ১৩ মে ৩৫ জনের দল ঘোষণা করেছিল বাফুফে। গত ৩ জুন তা আরও ছোট করা হয়। পাঁচ জনকে বাদ দিয়ে ৩০ জনের দল নিয়ে শুরু হয়েছিল নতুন ক্যাম্প। সেই দল থেকে বাদ পড়েছেন মেহেদী হাসান শ্রাবণ, টুটুল হোসেন বাদশাহ, রিমন হোসেন, মাশুক মিয়া জনি, সাজ্জাদ হোসেন, শাহরিয়ার ইমন ও এলিটা কিংসলে।

কিংসলেকে বাদ দিলেও বসুন্ধরা কিংসের সুমন রেজাকে চূড়ান্ত দলে রেখেছেন হ্যাভিয়ের। যদিও এবারের লিগে কোনো গোলই নেই তার।

সাফে এবার কঠিন গ্রুপে পড়েছে লাল-সবুজ জার্সিধারীরা। টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের প্রতিপক্ষ লেবাননের সঙ্গে। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা।

কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে শনিবার (১০ ‍জুন) ঢাকা ছাড়বেন কাবরেরা শিষ্যরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ জুন কম্বোডিয়ার ফেনম পেন অলিম্পিক স্টেডিয়ামে। পরের দিনই ভারতের বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

সাফে বাংলাদেশের ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: আনিসুর রহমান, মিতুল মারমা, শহিদুল আলম ।
ডিফেন্ডার: কাজী তারিক, বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, ঈশা ফয়সাল, রহমত মিয়া, আলমগীর মোল্লা।
মিডফিল্ডার: মাশুক মিয়া, সোহেল রানা, মজিবুর রহমান জনি, সোহেল রানা, রবিউল হাসান, জামাল ভূঁইয়া, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, সুমন রেজা, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, রফিকুল ইসলাম, আমিনুর রহমান।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com