স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে দুঃস্বপ্নের মত এক মৌসুম কাটছে লিভারপুলের। মৌসুমের শুরু থেকেই ছন্দে নেই ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ষোলো থেকেই ছিটকে গেছে দলটি। এদিকে মৌসুমের শেষ দিকে কিছুটা ছন্দ ফিরে পেলে স্বস্তিতে রয়েছে দলটি। কিন্তু এসবের মাঝে বড় দুঃসংবাদ অলরেড শিবিরে। নিষিদ্ধ হয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
রেফারির সমালোচনা করে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন তিনি। দুই ম্যাচ নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ৭৫ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে তাকে। নিষেধাজ্ঞার ফলে অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে থাকতে পারবেন না এই জার্মান কোচ। তার দ্বিতীয় ম্যাচের নিষেধাজ্ঞা অবশ্য ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে। ফলে চলতি লিগে দলের শেষ ম্যাচে সাউথ্যাম্পটনের বিপক্ষে থাকতে পারবেন তিনি।
ক্লপের এই নিষেধাজ্ঞা এসেছে মূলত গত এপ্রিল মাসে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচ জয়ের পর তার মন্তব্যের জন্য। ৯৪তম মিনিটে হ্যারি কেইনের দলের বিপক্ষে জয়সূচক গোলের পর উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে বাজেভাবে উদযাপন করেছিলেন ক্লপ। সেজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি।
সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, তাদের নিয়ে হয়তো কোনো ‘সমস্যা’ আছে ইংলিশ রেফারি টিয়েরনির। ক্লপের এমন মন্তব্য এবং ম্যাচজুড়ে তার উগ্র আচরণের শাস্তিই পেলেন তিনি।