বরিশাল : বরিশাল জেলার কীর্তনখোলায় মেঘনা ডিপোর তেলবাহী ট্যাঙ্কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- মো. কুতুব উদ্দিন (৪৫) দগ্ধ ৩০ শতাংশ, মো. রুবেল(৩৫) দগ্ধ ৯৫ শতাংশ ও মো. কামাল (৫০) দগ্ধ ৯৫ শতাংশ
বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন। তিনি বলেন, বরিশালের কীর্তনখোলা এলাকা থেকে দগ্ধ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কুতুব উদ্দিনের শরীরের ৩০ শতাংশ, মো. রুবেলের শরীরের ৯৫ শতাংশ ও মো. কামাল হোসেনের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে রুবেল ও কামাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিসের বরাতে জানা যায়, গতকাল বিকেল পৌনে পাঁচটায় বরিশাল সদরের মুক্তিযোদ্ধা পার্কের সামনে মেঘনা ডিপোর কার্গোর ইঞ্জিন রুমে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় জীবিত উদ্ধার করা হয়। দুই জনের মরদেহ উদ্ধার এবং একজন নিখোঁজ রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস।