আন্তর্জাতিক ডেস্ক : ফের দুর্ঘটনার কবলে পড়ল ভারতের মিগ-২১ যুদ্ধবিমান। রাজস্থানে একটি বাড়ির ছাদে ভেঙে পড়েছে রাশিয়ার তৈরি এই যুদ্ধবিমান। দুর্ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে ও দ্য ওয়াল।
খবরে বলা হয়েছে, সোমবার সকালে রাজস্থানের হমুমানগড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই স্থানীয় বাসিন্দা। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, এদিন সকালে সুরাতগড় এয়ারবেস থেকে ওড়ে যুদ্ধবিমানটি। সেটি হনুমানগড়ের আকাশ দিয়ে ওড়ার সময় হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বিমানটির পাইলট নিরাপদে আছেন।
ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পুলিশ সূত্রে খবর, বিমানটি বাহলোলনগরের এক বাড়ির ওপর ভেঙে পড়ে। সেই বাড়িতে তখন দুইজন নারী ছিলেন। বিমানের আঘাতে তাদের মৃত্যু হয়েছে। আর কেউ আটকে রয়েছেন কিনা, সেটাও খতিয়ে দেখার কাজ চলছে।
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঝ আকাশে থাকাকালীন পাইলট ইঞ্জিনের যান্ত্রিক গোলযোগের কথা এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়েছিলেন। কিন্তু দ্রুত গোলযোগ বাড়তে থাকে। ফলে পাইলট আর ঝুঁকি না নিয়ে বিমানটি জনবহুল এলাকা থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
খবরে বলা হয়েছে, পাইলটের দক্ষতার কারণে আরও বড় বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
এই নিয়ে গত কয়েকদিনে ভারতের বেশ কয়েকটি সেনা বিমান ও হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা সামনে এসেছে।