জামালপুর : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪৬) ও তার ছেলের আশিক তালুকদারের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ মে) সন্ধ্যায় রিপন তালুকদার ও মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার চরগিরিশ ইউনিয়নের যমুনা নদী থেকে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
রিপন তালুকদার চরগিরিশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সেন্দুর আটা গ্রামের শহীদ তালুকদারের ছেলে ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন তালুকদার ছেলে আশিক তালুকদারকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি নিচিন্তপুর ইউনিয়নের চর জজিরা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ হন বাবা-ছেলে। নিখোঁজের একদিন পর সোমবার সন্ধ্যায় যমুনা নদী থেকে রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। খবর পেয়ে রাতেই মরদেহ থানায় নিয়ে যায় পুলিশ। আজ সকালে ছেলে আশিক তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
বাবা-ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত জাগো নিউজকে বলেন, একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আরেকজনের পাঠানোর প্রস্তুতি চলছে।