লিটনের অভিষেকের রাতে হ্যাটট্রিক পরাজয়ের স্বাদ পেল কলকাতা

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ শেষে ছাড়পত্র পাওয়া নিয়ে অনেক নাটকীয়তার পর কলকাতা শিবিরে যোগ দিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। কেকেআর ডেরায় পা রাখার পর দুই ম্যাচ সাইডবেঞ্চে বসে দলের পরাজয় দেখতে হয়েছিল তাকে। এরপর তৃতীয় ম্যাচে এসে সুযোগ হয় কলকাতার জার্সিতে অভিষেক হওয়ার।

তবে দিল্লির বিপক্ষে অভিষেক ম্যাচটিতে আত্মবিশ্বাসী শুরু পেলেও পরক্ষনেই দৃশ্যপট পাল্টে ভক্ত-সমর্থকদের হতাশ করে সাজঘরের পথ ধরেন লিটন দাস। টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই থামে লিটনের ইনিংস। মুকেশ কুমারের অফ স্টাম্পের বাইরের শর্ট বল লেগের দিকে টেনে খেলতে গিয়ে ললিত যাদবের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন তিনি। অবশেষে ৪ বলে ৪ রানে থামে আইপিএলে লিটনের প্রথম ইনিংস।

আইপিএলের অভিষেক ম্যাচে লিটন যেমন আলো ছড়াতে পারেননি, ঠিক তেমনি গতকাল (বৃহস্পতিবার) আসরের ২৮তম ম্যাচে এসে হ্যাটট্রিক হারের স্বাদ পেয়েছে তার দল কলকাতাও। কেকেআরকে ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। গতরাতের এই ম্যাচে দিল্লির একাদশে জায়গা হয়নি টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমেছিল কলকাতা। তবে শুরুটা সুখকর ছিল না নীতিশ রানার দলের। লিটনের ফেরার পর দ্রুত আউট হয়ে ফেরেন ভেঙ্কটেশ আইয়ার ও অধিনায়ক নীতিশ রানা। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে কলকাতার স্কোরবোর্ডে মাত্র ৩৫ রান যোগ হয়।

এরপর উইকেটের একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন কলকাতার ইংলিশ ওপেনার জেসন রয়। খেলেন ৩৯ বলে ৫টি চার ও এক ছয়ের মারে ৪৩ রানের ইনিংস। শেষ দিকে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ৩১ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংসে ভর করে ১২৭ রানের ছোট পুঁজি পায় কলকাতা। দিল্লির হয়ে ইশান্ত শর্মা, আনরিখ নর্কিয়া, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব নেন ২টি করে উইকেট।

১২৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পৃথ্বী শ ১১ বলে ১৩ রান করে আউট হলেও অধিনায়ক ওয়ার্নারের ১১ চারে ৪১ বলে ৫৭ রানের ইনিংস ঝামেলায় পড়তে দেয়নি দিল্লি ক্যাপিটালসকে। সবশেষ ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় দলটি।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com