ঢাকা : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ২১৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন করেন।
বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে এস এম জিলানীকে সভাপতি এবং রাজিব আহসানকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত আংশিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দসহ ২৫১ সদস্যের মধ্যে ২১৩ সদস্যের নাম ঘোষণা করা হলো। বিভাগীয় পদসহ বাকী পদ পরবর্তীতে ঘোষণা করা হবে।
এর আগে গত ৪ সেপ্টেম্বর পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।