ঢাকা: সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। বিএনপি যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি করুক না কেন আওয়ামী লীগ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৯ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সভাপতিমন্ডলী, সম্পাদকমন্ডলী ও মহানগর নেতাদের যৌথসভায় এ কথা বলেন তিনি।
সংবিধান অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। যত বাধা-বিপত্তি কিংবা অপরাজনীতি আসুক আমরা প্রতিহত, প্রতিরোধ করব।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক
ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি। তারা বিদেশিদের কাছে নালিশ করেই থেমে থাকেনি, ইউরোপীয় ইউনিয়ন কিংবা জাতিসংঘেও যোগাযোগ করার চেষ্টা করেছে। যেদেশে নিজেদের কোনো মানবাধিকার নেই তারা অন্য দেশকে কীভাবে পরামর্শ দেবে।