বিনোদন ডেস্ক: ফের বলিউডে খারাপ খবর। সদ্য পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, ‘সড়ক-টু’ সিনেমাযর সুপরিচিত অভিনেত্রী ক্রিসান পেরেইরাকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ কেন্দ্রীয় কারাগারে বন্দী করা হয়েছে।
শারজাহ বিমানবন্দরে নামা মাত্রই ক্রিসানের কাছ থেকে উদ্ধার হয় মাদকদ্রব্য। এরপর তাকে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশি হেফাজতে পাঠিয়ে দেয়। অন্যদিকে তার পরিবার জানিয়েছে, তাদের মেয়ে সম্পূর্ণ নির্দোষ। তিনি কোনো অহেতুক মামলার শিকার।
ক্রিসানের ভাই ক্যাভিন বলেছেন, ‘আমরা গত দুই সপ্তাহ মানসিক নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছি। আমার বোন নির্দোষ। কোনো ড্রাগ চক্রের দ্বারা আমার বোনকে ফাঁসানো হয়েছে।’
অভিনেত্রীর পরিবার আরও জানিয়েছে যে, ক্রিসান শারজাহ বিমানবন্দরে অবতরণের পর থেকে তার সঙ্গে কেউ যোগাযোগ করতে সক্ষম হয়নি। ভারতীয় কনস্যুলেট ৭২ ঘন্টা পর ক্রিসানের পরিবারকে জানিয়েছে যে, অভিনেত্রীকে গ্রেফতার করা হয়েছেন, তিনি এই মুহূর্তে শারজাহ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
পরিবারের মতে, ক্রিসানকে রবি নামের একজন ব্যক্তি প্রতারণা করেছিলেন। তিনি প্রথমে ক্রিসানের মা প্রেমিলা পেরেইরাকে মেসেজ করে বলেন যে, ক্রিসান আসন্ন আন্তর্জাতিক ওয়েব সিরিজের অভিনয় করতে চান কি না? এরপর অভিনেত্রী রাজি হয়ে একাধিক মিটিংয়ের পর দুবাইয়ের ওয়েবসিরিজের অডিশনে সিলেক্ট হন।
এরপর পয়লা এপ্রিল ক্রিসান দুবাই যাওয়ার উদ্দেশে রওনা হলে ফ্লাইটে ওঠার আগে অভিযুক্তরা তাকে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরে একটি কফি শপে ডেকে পাঠান। তখন তারা ক্রিসানের হাতে একটি ট্রফি তুলে দেন। সম্ভবত সেটিও অডিশনের স্ক্রিপ্টের অংশ এবং অডিশনের জন্য প্রয়োজন হবে। সেই অনুযায়ী, ক্রিসান তার সঙ্গে ট্রফিটি নিয়ে যান। শারজাহ বিমানবন্দরে পৌঁছানোর পর ক্রিসান ট্রফি থেকে দুর্গন্ধ পেতে শুরু করেন। আর ১০ এপ্রিল কনস্যুলেট থেকে জানানো হয়, ক্রিসানের থেকে পাওয়া ওই ট্রফির মধ্যেই ছিল মাদকদ্রব্য।