ঢাকা : গভীর রাতে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ৩৮ বছর বয়সী নাসির হোসেন ও ৩০ বছর বয়সী মাসুম মিয়া।
এদেরে মধ্যে নাসির হোসেন ঠিকাদারি করতেন, তার বাসা মাতুয়াইল ও মাসুম মিয়া থাকতেন জুরাইনে। তারা পরস্পরের পরিচিত ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন ওয়ারী থানায় ওসি কবির হোসেন হাওলাদার।
ওসি কবির হোসেন বলেন, ফ্লাইওভারের সুপার মার্কেট মসজিদ সংলগ্ন এলাকায় নাসিরদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খায়। গুরুতর অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।