বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান, যা জানাল বিসিবি

আমাদের সময় ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

স্পোর্টস ডেস্ক: চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে এই আসর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক বৈরিতা থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। যে কারণে আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। অপরদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। আর ভেন্যু হিসেবে তাদের পছন্দ বাংলাদেশ। তবে এই ব্যাপারে এখনও কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি (বাংলাদেশে পাকিস্তানের ম্যাচ) সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খানও ভারত বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ আয়োজন নয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আমি মনে করি না, পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। সেক্ষেত্রে কোনো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে ম্যাচগুলো। তবে নিরপেক্ষ ভেন্যু কি বাংলাদেশ হবে কিনা সে বিষয়ে তেমন কিছু জানাননি আইসিসির এই কর্মকর্তাও।

এদিকে, ক্রিকেট বিষয়ক আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে কোনো আলোচনা হয়নি। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেকেই পূর্ণ সমর্থন দেয়া হয়েছে। আপাতত সেটার ওপর ফোকাস করছি আমরা।

এর আগে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে ওই ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তবে আনুষ্ঠানিক কোনো সভায় এই আলোচনা হয়নি। ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

বাংলাদেশে বিশ্বকাপ খেলতে চায় পাকিস্তান, জানে না বিসিবি

চলতি বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। তবে এই আসর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। রাজনৈতিক বৈরিতা থাকায় পাকিস্তানে গিয়ে এশিয়া কাপ খেলতে চায় না ভারত। যে কারণে আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। অপরদিকে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় নিরপেক্ষ ভেন্যুতে। আর ভেন্যু হিসেবে তাদের পছন্দ বাংলাদেশ। তবে এই ব্যাপারে এখনও কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, ‘বিষয়টি (বাংলাদেশে পাকিস্তানের ম্যাচ) সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

আইসিসির মহাব্যবস্থাপক ওয়াসিম খানও ভারত বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ আয়োজন নয়ে শঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আমি মনে করি না, পাকিস্তান ভারতের মাটিতে বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে। সেক্ষেত্রে কোনো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে ম্যাচগুলো। তবে নিরপেক্ষ ভেন্যু কি বাংলাদেশ হবে কিনা সে বিষয়ে তেমন কিছু জানাননি আইসিসির এই কর্মকর্তাও।

এদিকে, ক্রিকেট বিষয়ক আরেক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বোর্ড মিটিংয়ে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ আয়োজন নিয়ে কোনো আলোচনা হয়নি। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপেকেই পূর্ণ সমর্থন দেয়া হয়েছে। আপাতত সেটার ওপর ফোকাস করছি আমরা।

এর আগে ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হতে পারে। সেক্ষেত্রে ওই ম্যাচগুলো বাংলাদেশে আয়োজনের কথা আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। তবে আনুষ্ঠানিক কোনো সভায় এই আলোচনা হয়নি। ভারত-পাকিস্তান দুই পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছে ভারত ও পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম।

এই পোস্ট টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2023 amadersomoy.net
Theme Dwonload From ThemesBazar.Com