নিজস্ব প্রতিবেদক: দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে রাজাধানীতে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে দলীয় প্রধান খালেদা জিয়ারও মুক্তি চাওয়া হয়।
বুধবার (২২ মার্চ) বিকেলে এই বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি আহসান হবীব, আলমগীর হোসেন রনি, উজ্জল হোসেন, হুমায়ুন কবির, জুয়েল সাহা, রিয়াদ মাহমুদ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মিলাদ উদ্দিন ভূঁইয়া, সহসাধারণ সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, সহসভাপতি লুতফর, রাশু, আজিম, রকি, কাওসার, মাসুম, যু্গ্ম সম্পাদক সুমন, জাফর প্রমুখ।