আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ-ভারতের মধ্যে চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস।
প্রতিবেদন বলছে, আাগামী ১৩ জানুয়ারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে এই গঙ্গা বিলাসের উদ্বোধন করবেন যা ভারতের উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত নদীপথে চলাচল করবে। সোমবার (২ জানুয়ারি) উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রমোদতরীর পুরো যাত্রার ৫০ দিনের মধ্যে ১৫ দিন কাটবে বাংলাদেশে। প্রমোদতরীর এই যাত্রায় সফরকারীরা সুন্দরবন, ষাট গম্বুজ মসজিদ, সোনারগাঁ, ভারতের কাজিরাঙ্গা জাতীয় পার্কসহ ৫০টির বেশি ঐতিহ্যবাহী স্থান দেখার সুযোগ পাবেন।
বিলাস বহুল এই প্রমোদতরীতে জিম, স্পা, উন্মুক্ত ডেক, গান-বাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সুবিধা রয়েছে। একসাথে বিলাসবহুল এই প্রমোদতরীতে ৮০ জন যাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে। তবে এতে ভ্রমণের জন্য কত টাকা খরচ হবে, মাথাপিছু টিকিটের দাম কত, তা এখনও প্রকাশ করা হয়নি।