ঢাকা: ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে অবিচল থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার (১৭ ডিসেম্বর) সংবিধান ও সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বক্তব্যকালে এই আশা ব্যক্ত করেন তিনি।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও শ্রীলঙ্কার প্রধান বিচারপতি জয়ানথা জয়সুরিয়া এতে বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি নূরুজ্জামান।
১৯৭২ সালের ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত দুই দিনের অনুষ্ঠানের শেষ দিনে আগামীকাল রোববার (১৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এছাড়া অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি মুকেশ কুমার রাসিকভাই শাহ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ওই সভায় স্বাগত বক্তব্য রাখবেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এছাড়াও অন্যদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এ বি এম খায়রুল হক এতে বক্তব্য রাখবেন।