চট্টগ্রাম : চট্টগ্রামে আরো একজন মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. সুযত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন শনাক্ত হওয়া রোগী একজন নারী। নগরীর হালিশহর এলাকার বাসিন্দা ৩৫ বছর বয়সী ওই নারী তিন দিন আগে শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন না। তবে অতিরিক্ত ডায়াবেটিস রয়েছে। বর্তমানে তিনি মেডিসিন বিভাগের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া এ নারীসহ চট্টগ্রামে এখন পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন তিনজন। এদের মধ্যে শনাক্ত হওয়া প্রথম রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।