আন্তর্জাতিক ডেস্ক : কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি বাড়িতে গুলিবিদ্ধ চারটি মৃতদেহ পাওয়ার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার শহরের রিচমন্ড এলাকার একটি বাড়িতে মৃতদেহগুলো পাওয়া যায় ।
নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি, তবে তারা পরস্পরকে চিনতো বলে ধারণা পুলিশের।
তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে এমনিতে শান্ত এই আবাসিক এলাকাটিতে ঘটা এ হত্যাকাণ্ড ‘পূর্বপরিকল্পিত’ বলে মনে হচ্ছে। তবে ওই এলাকার অপরাধী দলগুলোর সহিংসতা সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই বলে মনে করছে পুলিশ।
তারা জানিয়েছে, মঙ্গলবার রাতে খবর পাওয়ার পর তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে যান, তাদের ধারণা হয়েছে হত্যাকাণ্ডের ঘটনাটি সম্ভবত সোমবার রাতে ঘটেছে।
তবে তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন তদন্ত দলের সদস্য ডেভিড লি।
কানাডায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা বাড়ছে। ২০১৩ সালের পর থেকে দেশটির বৃহত্তম শহরগুলোয় অপরাধী দলগুলোর ঘটানো হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালে দেশটিতে এ ধরনের ২৭৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।
খবর রয়টার্স